বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কালিয়াপুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৫২)। তিনি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল সন্ধ্যায় কালিয়াপুকুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শহীদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
ওসি আরও বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।