জয়পুরহাটে র্যাব-৫ এক অভিযান চালিয়ে ১৯ জন মাদকসেবীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জেলার সদর উপজেলার সুইপার কলোনির দ্বিতীয় রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩, কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, তিনি ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয় এবং জব্দ করা হয় আলামত।
আটক ব্যক্তিরা জেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা। তাঁরা হলেন—মারুফ হোসেন (২১), সজীব হোসেন (২০), বাবু পাটোয়ারী (৩৫), আব্দুল হামিদ (৪৮), জহুরুল আলম (৫০), যাদু উরাও (৩০), পিয়াস আহমেদ (২৮), মিজানুর রহমান (৩৩), রায়হান হোসেন (২৫), সুমন ইসলাম (৩১), জাহাঙ্গীর (৩০), নিশাত (২০), নাহিদ আলম (২৯), শাওন (২১), মামুন ইসলাম (২২), সন্তোষ মিঞ্জি উরাও (৪৬), সরোয়ার রওশন (৩৪), জনি আলী (২৯), ও শাহীন হোসেন (২২)। পরে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।