নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ধান মাড়ানো মেশিনের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মুশফিক (৪)। সে উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকার মিলন হোসেনের ছেলে।
সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মুশফিকের চাচা তোতা বলেন, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির বাইরে আমার চাচার ধান মাড়ানো মেশিনে উঠে মুশফিক। মেশিনে করে ঘুরিয়ে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাড়িতে যেতে বলেন চাচা। মুশফিক বাড়ি চলে গেছে ভেবে মেশিনটি পেছনে ঘোরানোর সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় সে। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।