হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

‘সমস্যায় পড়েছি’ বলে জানালা দিয়ে স্কুলছাত্রীকে অশালীন ইঙ্গিত, যুবককে ২ মাসের কারাদণ্ড

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া দুজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে এক যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম হাফিজুল ইসলাম (২৪)। তিনি উপজেলার পাইকোশা গ্রামের আলম সরকারের ছেলে।

ইউএনও মেরিনা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘কোনাবাড়ী আবু ইসহাক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী দুপুরে বাড়িতে টিফিনের খাবার খেতে যাওয়ার সময় বখাটে যুবক হাফিজুল তাঁর ভাড়াবাড়ির জানালা দিয়ে খারাপ উদ্দেশ্যে ওই ছাত্রীকে ডাক দেন এবং তিনি বলেন, তাঁর কক্ষে কোনো সমস্যায় পড়েছেন। পরে ওই স্কুলছাত্রী হাফিজুলের খারাপ উদ্দেশ্য টের পেয়ে বাড়িটির ফটক দিয়ে অন্য ভাড়াটিয়াকে বিষয়টি জানিয়ে বাড়িতে চলে যান। অন্যদিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে একই স্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া আরেক ছাত্রীকে অটো ভ্যানের ওপর শ্লীলতাহানি করেন হাফিজুল।’

মেরিনা সুলতানা আরও বলেন, ‘এ ঘটনায় স্থানীয়রা বখাটে যুবক হাফিজুলকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির দায়ে হাফিজুলকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে পুলিশের মাধ্যমে রাতে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি