Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

দরজা ভেঙে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দরজা ভেঙে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘরের দরজা ভেঙে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁর লাশ মরদেহ উদ্ধার করা হয়। 

এই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাগুরার শালিখা থানার রামকান্তপুর গ্রামে তাঁর বাড়ি। সৌভিক মল্লিকের বাবার নাম সমির কুমার মল্লিক। 

সৌভিক নগরীর সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সৌভিক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে রুয়েট কর্তৃপক্ষ। 

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন বলেন, ‘ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি বলেন, ‘সৌভিক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কেন এই ঘটনা সে ঘটিয়েছে, সেটি নিয়ে তার রুমমেটের সঙ্গে কথা বলেছি। রুমমেট আমাকে জানিয়েছে, কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনে ছিল। কিন্তু কী নিয়ে ডিপ্রেশন, তা এখনো জানতে পারিনি।’ 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘সৌভিকের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর অভিভাবককেও খবর দেওয়া হয়েছে। তাঁরা মাগুরা থেকে রাজশাহী আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের পর মরদেহ হস্তান্তর করা হবে।’

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত