হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে সড়কে চাঁদাবাজির অভিযোগে ৮ জন গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে পণ্যবাহী ট্রাক, পিকআপ, ভটভটি ও অটোরিকশার গতি রোধ করে সড়কে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খড়িবাড়ী বাজারের তিনমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার র‍্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর গ্রামের মামুনুর রশিদ (৩৮), আনোয়ার হোসেন (২৮), রাশেদুল ইসলাম (২৬), সাগর ইসলাম (২৪), রুবেল (২৪), রমজান আলী (৪০) ; করিমপুর গ্রামের মিঠুন (২৫) ও নওগাঁ সদরের জোকাবিল গ্রামের খোকন (৩৬)। তাঁদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দিয়েছে র‍্যাব-৫। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা অনেক দিন ধরে খড়িবাড়ী এলাকার জনসাধারণের চলাচলের প্রধান সড়কে পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পণ্যবাহী অটোরিকশা থেকে স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিলেন। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত