হোম > সারা দেশ > রাজশাহী

পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিবকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। আজ বুধবার পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগের পর ডা. আনোয়ার হাবিবের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

রামেবি সূত্র জানায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজ দপ্তরে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিব। বেলা ১১টার দিকে শিক্ষার্থী পরিচয় দিয়ে ৩০-৩৫ জন তাঁর দপ্তরে ঢোকেন। তাঁরা একটি পদত্যাগপত্রও লিখে নিয়ে আসেন। পরে সেটিতে ডা. আনোয়ার হাবিবের স্বাক্ষর নেওয়া হয়। পরে অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যান তিনি।

সূত্রে আরও জানা যায়, এর আগে ডা. আনোয়ার হাবিব রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। যারা তাঁর পদত্যাগের দাবি নিয়ে আসে তাদের দাবি, ২০১৭ সালে একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের অনুসারী শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব। সে কারণে আজ কিছু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী তাঁর পদত্যাগপত্র নিয়ে আসেন।

এ বিষয়ে কথা বলতে ডা. আনোয়ার হাবিবের মোবাইল ফোন কল করা হলে তাঁর সহধর্মিণী রিসিভ করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, তাঁর স্বামী চিকিৎসকের কাছে ফিজিওথেরাপি নিতে গেছেন। তাঁর সঙ্গে এখন যোগাযোগ করা যাবে না। এ সময় তিনি দাবি করেন, তাঁর স্বামীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। রেজিস্ট্রার বরাবর লেখা এ পদত্যাগপত্র আগে থেকেই প্রস্তুত করে আনা হয়েছিল।

অন্যদিকে রামেবির রেজিস্ট্রার ডা. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। আর রামেবির উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন