Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় সিল দেওয়া ব্যালটসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাঘায় সিল দেওয়া ব্যালটসহ ৩ যুবক আটক

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সিল দেওয়া একটি ব্যালটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বাঘা হজরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

ওই তিনজনের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর ছেলে। তাঁর নাম জাকি মোহাম্মদ চয়ন। মোকাদ্দেস আলী নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন। অন্য দুজন হলেন রাসেল আলী ও হাসান আলী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অবস্থায় জাকি মোহাম্মদ চয়ন বলেন, হাসান তাঁকে টিয়া পাখি প্রতীকে সিল দেওয়া একটি ব্যালট পেপার এনে দেন যেন অন্য কোনো ভোটারের মাধ্যমে ব্যালটটি বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়। হাতে ব্যালট থাকা অবস্থায় পুলিশ তাঁকে আটক করে।

তবে আটক অবস্থায় হাসান দাবি করেন, তিনি চয়নকে এই ব্যালট দেননি। চয়ন কেন তাঁর নাম বলছেন তা তিনি বলতে পারেন না।

আটক হওয়ার বিষয়ে রাসেল বলেন, বাইরের সিল দেওয়া ব্যালট দেখে তাঁরা ভেবেছিলেন কেন্দ্রে অনিয়ম হচ্ছে। তাই তিনি বলেছিলেন, কেন্দ্রে অনিয়ম হলে জনগণ মেনে নেবে না। আর এ কারণে তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করেন রাসেল।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, তিনজন আটক অবস্থায় আছে। কার কতটুকু অপরাধ, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ভোটকেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা