Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আটঘরিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার পাল্টাপাল্টি অভিযোগ

পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি । তবে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল উল্টো তাঁর লোকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন। গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম এ বিষয়ে বলেন, উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুরুতর আহতরা সবাই তানভীর ইসলামের সমর্থক বলে জানা গেছে। তাঁরা হলেন মতিগাছা গ্রামের অফাই মোল্লা, সইমুদ্দিন মোল্লা, আবুল কাসেম, সিহাব ও মনছুর আলী।

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম, মতিঝিল বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষে রাত ৯ টার দিকে তাঁর সমর্থকেরা বাড়ি ফেরার পথে মতিগাছা নামক স্থানে আগে থেকেই অবস্থান করা প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। 

তানভীর ইসলাম বলেন, ‘আমার সমর্থকদের ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে তারা আজ এ হামলা চালিয়েছে।’ 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চলের নেতৃত্বে আমার কর্মীদের ওপর বরং হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

শাহরিয়ারের মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ সমন্বয়কসহ চারজন

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু, চেকপোস্ট কার্যক্রম জোরদার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি