হোম > সারা দেশ > রাজশাহী

সরকারি গাছ কেটেছেন বিএনপি নেতা, ছাত্রদল নেতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কেটে ফেলা কড়ইগাছ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সাদেক আলী নামের এই নেতার বিরুদ্ধে এ নিয়ে গত ২৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পাইলট। অভিযোগের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পাইলট অভিযোগে উল্লেখ করেন, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেক আলীর নেতৃত্বে ২৬ অক্টোবর সরকারি জায়গার একটি কড়ইগাছ কাটা হয়েছে। গাছটি ছিল দামকুড়া ব্রিজের ১০০ ফুট দূরে ইমামগঞ্জ এলাকায়।

এই গাছটি একটি খাড়ির (ছোট জলাশয়) পাড়ে ছিল। গাছটির আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। বিষয়টি দেওপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবহিত করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

কেটে ফেলা কড়ইগাছ। ছবি: আজকের পত্রিকা

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সাদেক আলী বলেন, ‘গোদাগাড়ীতে দলের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। গাছ কাটার সঙ্গে আমি সম্পৃক্ত না। গাছটি কেটেছে জয় নামের এক ব্যক্তি। তবে আমার বিরুদ্ধে ইউএনওর কাছে কেন অভিযোগ করা হলো সেটি বুঝতে পারছি না।’

এ ব্যাপারে জয়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘গাছটি আমার দোকানের ওপর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে সেটি কাটা হয়েছে।’

ইউএনও আবুল হায়াত বলেন, ‘বন কর্মকর্তাকে এটি তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের পর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

‘সমন্বয়ক’ পরিচয়ে মুক্তিপণ দাবি, ৩ জনের নামে মামলা

বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে লুটের মামলা তদন্তে পিবিআই

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

সেকশন