হোম > সারা দেশ > বগুড়া

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। হতাহত সবাই বাসযাত্রী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহও শজিমেক হাসপাতালেই রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজার জানান, তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বরিশালে যাচ্ছিল। পথে শাকপালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করে রাখা চালবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ওই বাস। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হন বাসযাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে চারজন বাসযাত্রী শজিমেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক পলাতক আছেন।

দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক যশোরের নওয়াপাড়া এলাকার বাসিন্দা সুমন কুমার জানান, তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চালবোঝাই ট্রাক নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে শাকপালা এলাকায় ট্রাকটি দাঁড় করে রেখে চা-বিরতি দেন। তিনি এ সময় এক দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় যাত্রীবাহী বাসটি পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হন অনেক বাসযাত্রী।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার