নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার গভীর রাতে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
এ ঘটনায় গতকাল রাতেই ছেলে আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুর রশিদ মাদকাসক্ত। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রশিদ তাঁর বাবা ফজলুর রহমানের (৬০) কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে রশিদ তাঁকে ছুরিকাঘাত করে। এরপর তাঁকে মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল গভীর রাতে ফজলুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুবরণ করেন। পরে ওই রাতেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ফজলুর রহমানের মরদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার ছেলে আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।