হোম > সারা দেশ > রাজশাহী

বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় বন্যার্তদের জন্য অনুদান সংগ্রহের সময় হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিক্ষোভ করেন তাঁরা।

এরপর ১০ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাগমারার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তাঁরা গত রোববার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, গত ২৫ আগস্ট বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে বাগমারার প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। সে সময় কিছু দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। তাতে কয়েকজন আহত হন। তাঁরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিম হোসেন, হাফিজুর রহমান, রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. আদিব, ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আমিন বারি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আনোয়ার, রাজশাহী সিটি কলেজের আবু শাকিল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুইট প্রমুখ বক্তব্য দেন।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে