সিরাজগঞ্জ প্রতিনিধি
ব্যক্তিগত গাড়িতে বাংলাদেশ জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে তিনি উপজেলার তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় সংসদ সদস্য না হয়েও গাড়িতে জাতীয় সংসদের স্টিকার ব্যবহার করছেন এমন প্রশ্নের জবাবে মেরিনা জাহান কবিতা বলেন, ‘আমার নানান রকমের কাজ আছে। যেহেতু আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন সদস্য, আমার সংসদীয় অনেক কাজ আছে। এমপি না হলেও সংসদীয় কমিটিতে আমি এখনো আছি। মহিলা বিষয়ক কমিটিতে। আমি এমপি লেখা স্টিকার ব্যবহার করিনি। এটি জাতীয় সংসদ লেখা।’