জয়পুরহাটের কালাইয়ে এক নারীকে ধর্ষণের দায়ে হাবিল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাটের বিচারক মো. রুস্তম আলী আসামির অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ বিকেল ৫টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে হাবিল উদ্দিন ও পলাশ নামের দুই ভাই মিলে, একজন নারীকে কৌশলে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে, তাকে শারীরিক নির্যাতনসহ গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে। এই ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর বোন বাদী হয়ে কালাই থানায় ২০০৭ সালের ৭ মার্চ দুজনকে আসামি করে মামলা করেন। এরপর আসামিরা জামিন নিয়ে, পলাতক রয়েছেন।
দীর্ঘ শুনানি শেষে, আজ রোববার আদালতের বিচারক আসামি হাবিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করেন। আর অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সময়, অপর ভাই পলাশকে বেকসুর খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাটের বিচারক মো. রুস্তম আলী।