Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বিক্রি হওয়া শিশু ফিরল মায়ের কোলে

প্রতিনিধি, চৌহলী, (সিরাজগঞ্জ)

বিক্রি হওয়া শিশু ফিরল মায়ের কোলে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গুচ্ছ গ্রামের রোমেলা খাতুনের (৪০) নবজাত শিশুকে জন্মের দুদিন পর বিক্রি করেন তাঁর স্বামী আব্দুল মান্নান। অবশেষে পুলিশের সহায়তায় গতকাল শুক্রবার শিশুকে ফিরে পেয়েছেন রোমেলা বেগম।

জানা যায়, গত ১৪ আগস্ট রোমেলা খাতুন ও আব্দুল মান্নানের অভাবী সংসারে জন্ম নেয় এক পুত্র সন্তান। দরিদ্র সংসারে একজন নতুন সদস্যকে বোঝা হিসেবে দেখছিলেন আব্দুল মান্নান। তাই স্ত্রীর সম্মতি ছাড়াই জন্মের দুই দিন পরই, অর্থাৎ ১৭ আগস্ট ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন মান্নান। এরপর থেকেই সন্তানের শোকে পাগলপ্রায় হয়ে পড়েন রোমেলা খাতুন। স্বামীকে বারবার বলার পরও কোনো উপায় না পেয়ে চৌহালী থানা-পুলিশের দারস্থ হন তিনি। 

পরে চৌহালী থানা-পুলিশ আব্দুল মান্নানের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির সন্ধান পায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মঙ্গলপুর গ্রামে। 

সেখানকার নিঃসন্তান দম্পতি সাজেদা বেগম (৩৫) ও আনোয়ার হোসেন (৪৫) কাছে যত্নেই ছিল শিশুটি। তাঁদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুনরায় রোমেলা বেগমকে ফিরিয়ে দিয়েছে চৌহালী থানা-পুলিশ।

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের