সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার দায়ে রুবেল রানা নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার চৌহালীতে এসএসসি ইংরেজি পরীক্ষা চলাকালে খাসকাউলিয়া হাসপাতাল মোড়ে একটি ফটোকপি দোকানে অভিযান চালিয়ে তাঁকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক রুবেল রানা উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশে ফটোকপি দোকান থেকে নকল সরবরাহ করছিলেন রুবেল রানা। এই অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় নকলসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। নকল সরবরাহের অভিযোগে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।