বগুড়া প্রতিনিধি
স্ত্রীর নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহারের দায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ ঘটনায় তাঁকে বৃহস্পতিবার নির্বাচনী আদালতে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বগুড়া-১ আসনে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
হামিদুল আলম মিলন বগুড়া-১ (সায়িয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র তবলা প্রতীকের প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে তবলা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোয় তাকে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, গত ২ জানুয়ারি দৈনিক বগুড়া অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, আপনি হামিদুল হক মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী। চাকরি থেকে এক মাসের ছুটি নিয়ে একজন সরকারি কর্মকর্তা হয়ে এলাকায় এসে স্ত্রী শাহাজাদী আলম লিপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ ছাড়া আপনার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যস্ত করে রেখেছেন। নির্বাচনী প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০০৮ এর ১৪ (১) (২) নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তা ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ৩টায় আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব/ব্যাখ্যা দাখিলের নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে কথা বলতে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।