হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল জব্দ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত অবস্থায় থাকা খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে দুটি ভ্যান থেকে চাল উদ্ধারের পর জব্দ করা হয়। 

নাগগাঁতী গ্রামের নবী হোসেনসহ অনেকে জানান, সন্ধ্যায় দুটি ভ্যানে ২০ বস্তা চাল নিয়ে যাচ্ছিল। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে স্থানীয়রা ভ্যান দুটির গতিরোধ করেন। পরে ভ্যানচালক চালগুলো রেখে পালিয়ে যায়। তারপর পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষণিক পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল আছে। 

ওসি বলেন, চালগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চালগুলো জব্দতালিকা প্রস্তুত করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার