হোম > সারা দেশ > রাজশাহী

মহানন্দায় ভাসমান লাশটি ভারতীয় নারীর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। ওই লাশ ভারতীয় নাগরিক শম্পা খাতুনের (২৫)। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মোসলেমপুর গ্রামের বাসিন্দা ইনাউল শেখের মেয়ে। 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ থানার সোনামসজিদ চেকপোস্ট ও ভারতীর মহদিপুর জিরোপয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে তাঁর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ওই নারী গত ২৯ সেপ্টেম্বর দুপুর দুইটার পর ভারতীয় অভ্যন্তরে মহানন্দা নদীর ওপর নির্মিত শাহপুর সেতু থেকে নদীতে লাফ দেয়। পরে তাঁর মরদেহটি নদীর স্রোতে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে। 

গত রোববার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের মহানন্দা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং তাঁর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে। 

এর মধ্যেই মালদার জেলার ইংলিশ বাজার থানার মাধ্যমে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই নারীর বিষয়ে সংবাদ দেওয়া হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, গত ১ অক্টোবর থানায় অপমৃত্যুর মামলা করা হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ চেকপোস্ট ও মহদীপুর ভারত-বাংলাদেশ জিরোপয়েন্টে ইংলিশ বাজার থানার লুকোচুরি ক্যাম্পের ইনচার্জ এসআই ঝোটন প্রসাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। 

লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতীয় ইংলিশ বাজার থানার লুকাচুরি ক্যাম্পের ইনচার্জ এসআই ঝোটন প্রসাদ, নিহতের বাবা ইনাউল শেখ, ওই এলাকার পঞ্চায়েত প্রধানসহ পরিবারের লোকজন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন