হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় গ্রাম আদালতের কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় গ্রাম আদালতের কক্ষ থেকে লাফারুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে গ্রাম আদালতের ওই কক্ষে রাখা হয়। তিনি ওই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, লাফারুলের বিরুদ্ধে এলাকায় ছয় থেকে সাতটি সাইকেল চুরির অভিযোগ রয়েছে। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে তাঁকে আটক করেন গ্রাম পুলিশের সদস্যরা। পরে তাঁকে ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে আটকে রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদে যান। এরপর মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আটক বা মামলার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে