নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় গ্রাম আদালতের কক্ষ থেকে লাফারুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে গ্রাম আদালতের ওই কক্ষে রাখা হয়। তিনি ওই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, লাফারুলের বিরুদ্ধে এলাকায় ছয় থেকে সাতটি সাইকেল চুরির অভিযোগ রয়েছে। আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে তাঁকে আটক করেন গ্রাম পুলিশের সদস্যরা। পরে তাঁকে ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে আটকে রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদে যান। এরপর মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আটক বা মামলার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।