Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় মাথা-মুখমণ্ডলে ক্ষতসহ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় মাথা-মুখমণ্ডলে ক্ষতসহ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় মাথা ও মুখমণ্ডলে ক্ষতচিহ্নসহ দিদারুল ইসলাম মাহফুজ (১৭) নামের এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাহফুজ উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার পাকা ইউনিয়নের চকগোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর মাহফুজ অটো গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকার গির্জার পূর্ব পাশের একটি আমবাগানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি। তিনি দৌড়ে দেবনগর মোড়ে গিয়ে ঘটনাটি বললে লোকজন গিয়ে দেখে সে এখনো বেঁচে রয়েছে।

উপস্থিত মানুষ কথা বলতে চেষ্টা করলে সে শুধু তার নাম ও বাবার নাম বলতে পারে। তারপর আর কোনো কথা বলতে পারেনি। তখন স্থানীয়রা ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অটো গাড়িটিও খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল কর্মকর্তা সোহানুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। তার কানে, মুখে ও মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, ভোঁতা কিছু দিয়ে তাকে অনেকগুলো আঘাত করা হয়েছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত