হোম > সারা দেশ > রাজশাহী

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কয়েকজন শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১টার দিকে রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এর ফলে ভদ্রা এলাকায় যানজট তৈরি হয়। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, আগের দিন সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের হজের মোড় এলাকায় কথা-কাটাকাটির পর স্থানীয় ব্যবসায়ীরা রুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলেও ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি রাখেন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সোমবার সন্ধ্যার ঘটনায় রুয়েট প্রশাসন বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। এতে আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া আরও অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০ জন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে