হোম > সারা দেশ > রাজশাহী

সব প্রাথমিকেই শহীদ মিনার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই এখন শহীদ মিনার রয়েছে। উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব তহবিল থেকে নির্মাণ করা হয়েছে এসব শহীদ মিনার।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে আগে কোনো শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা, জাতীয় শহীদ দিবসসহ বিভিন্ন দিবসে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেতে হতো অন্য কোনো প্রতিষ্ঠানের শহীদ মিনারে। কোনো কোনো প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হতো।

জানা গেছে, ২০২১ সালে উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন মোকলেছুর রহমান। তিনি পরিকল্পনা করেন সব স্কুলে শহীদ মিনার নির্মাণ করার। সরকারি কোনো বরাদ্দ নয়, স্কুলের নিজস্ব ফান্ডের নিজস্ব তহবিল থেকে ৮৩টি স্কুলে নান্দনিক শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন তিনি। এরপর গত তিন বছরে ক্রমান্বয়ে গড়ে তোলা হয় সব বিদ্যালয়ে শহীদ মিনার। প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণে খরচ হয়েছে ৫০ থেকে ৭০ হাজার টাকা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। এতে খুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হবে।

বিএমডিএর তিন প্রকৌশলীর বরখাস্তের আদেশ ও তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত

বিএমডিএতে অস্থিরতা, সেচ কার্যক্রম ব্যাহতের আশঙ্কা

তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

মরার আগে নিজের চল্লিশা করলেন বানেছা বেওয়া

গাছ কাটা নিয়ে সংঘর্ষে দুজন নিহত

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল গ্রেপ্তার

পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ায় টিএমএসএসের দখল করা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধারে অভিযান

গ্রেপ্তার ছাত্রদল নেতা ছিনতাই: ওসিসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জে বাসচাপায় ইউপি সদস্য নিহত