হোম > সারা দেশ > রাজশাহী

বিগত সরকারের অনিয়ম খুঁজতে রাবির সত্যানুসন্ধান কমিটি

রাবি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে (২০০৯-২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি-অনিয়ম এবং জুলাই অভ্যুত্থানে নির্যাতন-হয়রানির তথ্য উদ্‌ঘাটনের জন্য সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি হয়েছেন সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি, অনিয়ম ও বঞ্চনা এবং বিশেষত ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানি সম্পর্কে তথ্য উদ্‌ঘাটনের জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি ও সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘সত্যানুসন্ধান কমিটি ২০০৯ সাল থেকে ২৪-এর আগস্ট পর্যন্ত সব অনিয়ম ও অব্যবস্থাপনা খতিয়ে দেখবে। বিগত সরকারের আমলে যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তির সুপারিশ করবে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে