Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মসজিদে উদ্ধার হলো গুলি-ম্যাগাজিনসহ অত্যাধুনিক শটগান 

সিরাজগঞ্জ প্রতিনিধি

মসজিদে উদ্ধার হলো গুলি-ম্যাগাজিনসহ অত্যাধুনিক শটগান 

সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি শটগান খুবই অত্যাধুনিক বলে জানিয়েছেন সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। 

আজ রোববার সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে গুলি ও ম্যাগাজিনসহ আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসল্লি। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। 

ওসি হুমায়ুন কবির বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে ফুলকোঁচা জামে, মসজিদে কে বা কারা অস্ত্র ও গুলি রেখে গেছে। পরে আমরা গিয়ে জব্দ তালিকা করে ঘটনাস্থল থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। শটগান দুটির মধ্যে একটা অত্যাধুনিক শটগান রয়েছে। পুলিশ লাইন থেকে অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে। 

তিনি আরও বলেন, তবে এগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সবকিছু যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থাবড়রা নাগালের বাইরে

শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ