রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের কক্ষে বৃষ্টির পানি পড়া বন্ধ করতে টিনের চালে কাজ করছিলেন মিস্ত্রি। হাতুড়ি-বাটালের শব্দে পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ায় মিস্ত্রিকে নামিয়ে আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।
পরীক্ষাকেন্দ্রের ১০২ নম্বর কক্ষের পরীক্ষার্থী জারিন, রত্না, তৌহিদুল সাজু বলে, ‘পরীক্ষা শুরুর দিন থেকে বৃষ্টি। বৃষ্টি হলেই টিনের ফুটো দিয়ে ভেতরে পানি পড়ে। গত দুই পরীক্ষায় টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টি পড়ায় পরীক্ষা দিতে সমস্যা হয়। শরীর ও খাতা ভিজে যায়। তাই টিনের চালের ফুটো বন্ধ করতে আজ মিস্ত্রি দিয়ে মেরামত কাজ করা হচ্ছিল। তাতে টিন ও হাতুড়ি-বাটালের শব্দে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছিল। তাই পরীক্ষা শুরুর ১০-১৫ মিনিট পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ এখনো বৃষ্টি হয়নি। আমরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছি।’
আজ বৃহস্পতিবার আলীপুর টেকনিক্যাল বিএম ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের পাঁচটি কক্ষের সবই টিনশেড। এর মধ্যে ১০২ নম্বর কক্ষে টিনের চালে ফুটো রয়েছে। যেখানে বৃষ্টি নামলেই ভেতরে পানি পড়ে।