হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে গিয়ে ধরা পড়লেন যুবক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আটক যুবক হাসান আলী (২২)। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার সময় হাসান আলী (২২) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক সিগারেট কেনার সময় দোকানে একটি জাল টাকার নোট দেন। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাঁকে অন্য নোট দিতে বলেন। পরিবর্তন করে দেওয়া দ্বিতীয় নোটটিও ছিল জাল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দোকানে জাল টাকার নোট দিয়ে সিগারেট কেনার চেষ্টা করছিলেন ওই যুবক। ওই যুবকের কাছে পাঁচটি ১ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। তাঁকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার