দুর্গাপুরে বিএনপির অফিস উদ্বোধনের সময় অপর পক্ষের হামলা, সাংবাদিকসহ আহত ৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২০: ৩৪

রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধনের সময় অপর পক্ষের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় এক সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রাজু আহম্মেদ, উপজেলার জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পারিলা গ্রামের শাহজালাল হোসেন দেলশাদ, বিএনপি কর্মী দাওকান্দি গ্রামের আনোয়ার হোসেন বধু ও পারিলা গ্রামের বেলাল উদ্দিন।

আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাংবাদিক রাজুসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাওকান্দি বাজারে জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শিবলী আহম্মেদের নেতৃত্বে আঞ্চলিক বিএনপির অফিস উদ্বোধন করা হচ্ছিল। এ সময় সাবেক ইউপি সদস্য ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামের নেতৃত্বে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিক রাজু আহম্মেদ মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকলে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। হামলায় আরও চারজন গুরুতর আহত হন।

হামলার শিকার সাংবাদিক রাজু আহমেদ বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে খায়রুল মেম্বারের অনুসারীরা আমার ওপর হামলা চালায়। আমি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেব।’

তবে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য খাইরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় ১৫-২০ লোক মোটরসাইকেলে করে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এখানকার সিসিটিভি ফুটেজ দেখলে বিস্তারিত জানতে পারবেন। এখানে কারও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়নি। কাউকে মারধরও করা হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁয় সকালের মিষ্টি রোদে প্রাণচাঞ্চল্য ফিরেছে

থামেনি হুন্ডি মুকুলের মাটি লুট, অসহায় এলাকাবাসী

বগুড়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবদল নেতা নিহত

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের বিজ্ঞপ্তি ৯ ঘণ্টা পর স্থগিত