হোম > সারা দেশ > রাজশাহী

দুপচাঁচিয়ায় পুলিশের গুলিতে ১ আন্দোলনকারী নিহত 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের বিক্ষোভ মিছিল রোববার সকাল সাড়ে ১০টায় জে. কে. কলেজ রোড থেকে বের করে। বিক্ষোভ মিছিল সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেয়। এরপর তাঁরা পুলিশের সামনেই অস্থায়ী পুলিশ বক্স ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে মারপিট করে আহত করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ রোডে যাওয়ার সময় পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারীরা পুলিশকে আক্রমণ করে। 

এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে পিছু হটে থানায় অবস্থায় নেয়। বিক্ষোভকারীরা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুবার রহমান তালুকদার মুকুলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে থানা অভিমুখে রওনা দেয়। থানা আক্রমণ করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ালসেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে পুলিশ গুলি ছোড়ে। এতে কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মুনিরুল ইসলাম মুনির (২২) নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া আরও ৩০ জন গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে ১০ জনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। এ ছাড়া বিক্ষোভকারীরা থানা সংলগ্ন সহকারী কমিশরার (ভূমি) অফিসে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীরা নিহত মুনিরের লাশ নিয়ে থানার দিকে গেলে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীদের থানার বাইরে ও উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বেশির ভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন