ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে কাজ করার সময় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
আজ সোমবার দুপুর ১টার দিকে প্রকল্পের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।