Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

উপজেলা পরিষদ নির্বাচন: গাবতলীর রবিনের আয় বেশি, ব্যাংকঋণও বেশি

গনেশ দাস, বগুড়া

উপজেলা পরিষদ নির্বাচন: গাবতলীর রবিনের আয় বেশি, ব্যাংকঋণও বেশি

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাওয়া রফিনেওয়াজ খান রবিন আয়ের দিক থেকে প্রতিপক্ষ অরুণ কান্তি রায় সিটনের তুলনায় এগিয়ে রয়েছেন। তাঁর ব্যাংকঋণের পরিমাণও বেশি।

রবিন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে সিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য। তাঁদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রবিন বাড়ি ভাড়া, ব্যবসা ও চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা বাবদ বছরে আয় করেন ৬৮ লাখ ৭৬ হাজার টাকা। তিনি এনসিসি ব্যাংক বগুড়ার বড়গোলা শাখা থেকে ঋণ নিয়েছেন ১ কোটি ২২ লাখ ৬৬ হাজার টাকা।

অন্যদিকে সিটনের বার্ষিক আয় ১৪ লাখ ১৬ হাজার ১৬৯ টাকা। তিনি ব্যবসা ও শিক্ষকতা পেশা থেকে এই আয় করেন। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা স্যালারি ঋণ নিয়েছেন।

সিটনের স্ত্রীর নামে রয়েছে ৫০ ভরি স্বর্ণালংকার। পক্ষান্তরে রবিনের স্ত্রীর রয়েছে ১৫ ভরি স্বর্ণালংকার এবং নিজের আছে ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার। রবিন উল্লেখ করেছেন, তাঁর নিজের নামে ১ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের অকৃষি জমি ও ১ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৩৪ টাকা মূল্যের বাড়ি রয়েছে। আর সিটনের নিজের নামে এক শতক জমির ওপর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা