হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির দাদি এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল রোববার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)। তিনি ভবানীপুর ইউনিয়নে একটি সেচপাম্প পরিচালনা করেন। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি রোববার দুপুরে ধানখেতে সেচ যন্ত্রের পানিতে গোসল করতে যায়। তখন সেচ মেশিনের মালিক শহিদুল তাকে যৌন নিপীড়ন করেন। পরে স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যান।

শিশুটির দাদি বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই পুলিশের কাছে গিয়ে মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর রাতে সেচ যন্ত্রের মালিক শহিদুলের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত