Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত
প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির দাদি এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল রোববার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)। তিনি ভবানীপুর ইউনিয়নে একটি সেচপাম্প পরিচালনা করেন। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি রোববার দুপুরে ধানখেতে সেচ যন্ত্রের পানিতে গোসল করতে যায়। তখন সেচ মেশিনের মালিক শহিদুল তাকে যৌন নিপীড়ন করেন। পরে স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যান।

শিশুটির দাদি বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই পুলিশের কাছে গিয়ে মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর রাতে সেচ যন্ত্রের মালিক শহিদুলের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

রাজশাহীতে ঈদে নাশকতার কোনো শঙ্কা নেই: র‍্যাব

বেড়ায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর-আগুন

বগুড়ায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

নাটোরে সেই ডিসি বাংলোতে মাটির নিচে ব্যালট পেপারসহ যা যা মিলল

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধা নিহত

বোমা বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন কলেজছাত্রের

সিরাজগঞ্জে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

‘অ্যালকোহল পানে’ দুই যুবকের মৃত্যু

নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন