হোম > সারা দেশ > বগুড়া

৪ মাস পর করোনাভাইরাসে বগুড়ায় একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দীর্ঘ চার মাস পর করোনায় মমতাজ উদ্দীন (৭৫) নামে একজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল হক।

এর আগে গত মঙ্গলবার শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত মমতাজ উদ্দীন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে শজিমেকের চিকিৎসক ডা. সাজ্জাদ-উল হক বলেন, বর্তমানে জেলায় ২০ জন করোনা রোগী আছেন। তাঁদের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে কেউ সুস্থ হননি। 

ডা. সাজ্জাদ-উল হক আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পরে দীর্ঘ চার মাস পর আরও একজন মারা গেলেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০৬ জন। তাঁদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৬৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, ‘আমরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক না পরলে জরিমানাও করছি।’ 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে