Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি 

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। ছবি: আজকের পত্রিকা

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। এ সময় আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। এত ট্রাকগুলোর বেশ কয়েকজন আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সিদ্দিক আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক ওয়াইমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা দ্রুতগতির আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের

ওসি আরও বলেন, পাথরবোঝাই ট্রাক ও বালুর ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে পাথরবোঝাই ট্রাকে আটকা পড়া চালক হোসাইন মারা যায়।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ