Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি 

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের পর আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। ছবি: আজকের পত্রিকা

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে হোসাইন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। এ সময় আরও চারটি ট্রাক একটি আরেকটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। এত ট্রাকগুলোর বেশ কয়েকজন আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সিদ্দিক আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডালসড়ক ওয়াইমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা দ্রুতগতির আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের
নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক ওয়াইমোড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: আজকের

ওসি আরও বলেন, পাথরবোঝাই ট্রাক ও বালুর ট্রাকের ভেতর চালক ও হেলপাররা আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে পাথরবোঝাই ট্রাকে আটকা পড়া চালক হোসাইন মারা যায়।

মশায় অতিষ্ঠ নগরবাসী

দুর্গাপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

মধ্যরাতে ‘রহস্যজনকভাবে’ নারী ছুরিকাহত

রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেপ্তার ৪

ইউএনও অফিসের কর্মকর্তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে পূর্ণিমা ধর্ষণ মামলা, সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে মানববন্ধন

সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

যুবদল নেতা হত্যা: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না