হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের দুই সমর্থক আহত হয়েছেন। গতকাল শনিবার লালপুর উপজেলার মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি। 

আহতরা হলেন উপজেলার মাঝগ্রাম এলাকার জবান উদ্দীনের ছেলে লিমন হোসেন আশিক ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আজিম। 

আহত লিমন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাঝগ্রাম আসলাম মোড়ে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক খুদরত-ই-খুদা পনিরের নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থক মুসা আলীকে (২৬) মারধর করা হয়। এ সময় তাঁকে নৌকার পক্ষে কাজ করার জন্য শাসানো হয়। পরে শনিবার সকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতারকে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

লিমন আরও বলেন, ‘ওই দিন অভিযোগের কথা শুনে খুদরত-ই-খুদা ক্ষিপ্ত হয়ে আমাকে লাঠি দিয়ে মারধর করে। আমাকে বাঁচাতে চাচাতো ভাই আজিম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।’ 

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে কুদরত-ই-খুদা বলেন, ‘কাউকে মারধর করা হয়নি। ঘটনার সময় আমি কাশেমপুর বাজারে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলাম। শুনেছি, দৌড়াতে গিয়ে পড়ে আশিক আহত হয়েছেন।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন