সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে তাড়াশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোহিত তেতুলিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ইফিয়া খাতুন (৮) ও ইশা খাতুন (৬) তাড়াশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কোহিত তেতুলিয়া মহল্লায় হজরত আলীর মেয়ে।
নিহতদের আত্মীয় আব্দুল হাকিম বলেন, দুপুর ১২টার দিকে দুই বোন বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেকক্ষণ পর তাদের কোনো দেখা না পাওয়ায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।