সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে চৌহালীতে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান তিনজনকে জরিমানা করেন।
তাঁরা হলেন চৌহালীর চর জাজুরিয়ার আমিনুল ইসলাম (৪২), শাহজাদপুর উপজেলার চরা চিথুলিয়া গ্রামের তায়জুল ইসলাম (৩৮) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার আইচবাড়ি গ্রামের ফটিক আলী (৪০)।
এর আগে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীর চৌহালী উপজেলার বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, যমুনা নদীতে আইন অমান্য করে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। রাতে বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।