হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জে চৌহালীতে তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

আজ শনিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান তিনজনকে জরিমানা করেন।

তাঁরা হলেন চৌহালীর চর জাজুরিয়ার আমিনুল ইসলাম (৪২), শাহজাদপুর উপজেলার চরা চিথুলিয়া গ্রামের তায়জুল ইসলাম (৩৮) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার আইচবাড়ি গ্রামের ফটিক আলী (৪০)।  

এর আগে গতকাল শুক্রবার রাতে যমুনা নদীর চৌহালী উপজেলার বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, যমুনা নদীতে আইন অমান্য করে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। রাতে বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার