রাজশাহীর পবা উপজেলার মধুসূদনপুর এলাকায় দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মা-শিশুসহ তিন জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, আজ সকালে পবার নওহাটা পৌরসভার মধুসূদনপুর এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন মারা গেছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
ওসি আরও বলেন, আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।