হোম > সারা দেশ > নওগাঁ

১৯ বছর পর আত্রাইয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

১৯ বছর পর নওগাঁর আত্রাইয়ে রতন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হামিদ উপজেলার সাহেবগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান, ২০০৪ সালের ১৬ মে পারিবারিক দ্বন্দ্বের জেরে তার বড় ভাই রতনকে পিটিয়ে হত্যা করে আব্দুল হামিদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিলেন। ওই মামলার রায়ে আদালতের বিচারক হামিদকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া একজন খালাস পান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, রতন হত্যা মামলার রায়ে আদালত হামিদকে ২০০৯ সালে মৃত্যুদণ্ড দেয়। ঘটনার পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার