হোম > সারা দেশ > রাজশাহী

গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে গ্রেপ্তার এড়াতে গাছে উঠলেন বিএনপি নেতা। কিন্তু পুলিশের সামনেই গাছ থেকে পড়ে আহত হলেন তিনি। এ জন্য পুলিশ অবশ্য তাঁকে গ্রেপ্তার করেনি। বাচ্চু রহমান নামের এই নেতা রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপির সদস্যসচিব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহনপুরে বাচ্চুর বাড়ি গিয়ে তাঁকে খুঁজছিল থানা-পুলিশের একটি দল। তখন এই ঘটনা ঘটে।

জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত জানান, রাজশাহীর বিভাগীয় সমাবেশের আগে দলটির নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। থানায় থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

কিছুদিন আগে মোহনপুর থানাতেও পুলিশ একটি মিথ্যা মামলা করেছে। এই মামলায় অজ্ঞাত আসামির তালিকায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল রাতে বাচ্চুকে গ্রেপ্তার করতে পুলিশ যায়। এ সময় বাড়ির নারীরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। এই সুযোগে দেয়াল টপকে গাছে ওঠেন বাচ্চু। তখন তিনি গাছ থেকে পড়ে আহত হন। তাঁর হাতের আঙুল ভেঙে যায়। এর পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, ‘পুলিশ বাচ্চুর এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিল। তিনি পরিচিত মানুষ বলে পুলিশ ডাক দিয়েছিল। এতেই তিনি আতঙ্কিত হয়ে গাছে ওঠেন। পড়ে গিয়ে তাঁর হাতের আঙুল ভেঙে যায়। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ যায়নি। এ জন্য তাঁকে গ্রেপ্তারও করা হয়নি। ’

যমুনায় মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে মধ্যবয়সীর মৃত্যু

রাজশাহীতে সম্মেলনের পর ব্যানার-ফেস্টুন সরিয়ে নিল জামায়াত

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম: যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির ওপর হামলা চালিয়ে মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

প্রথমবার বিপিএলের ট্রফি রাজশাহীতে, ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সেকশন