Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ শনিবার দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এ সময় নিখোঁজ দুই ছাত্রের স্বজনদের নদীর পাড়ে বসে আহাজারি করতে দেখা গেছে।

নিখোঁজ দুই কলেজছাত্র হলেন নগরীর মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়েম (১৯) এবং দরগাপাড়া এলাকার মৃত গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাহরিয়ার রেজা জানান, নিখোঁজ দুজনেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। সকালে সাত-আটজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলতে এসেছিলেন। খেলা শেষে তাঁরা নদীতে গোসলে নামেন। এ সময় সায়েম ও রিফাত নদীতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক ওয়াহেদুল ইসলাম জানান, দুই ছাত্র নিখোঁজের পর স্থানীয়রা প্রথমে খোঁজাখুঁজি করেন। না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সেখানে তাঁদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। চারজন ডুবুরি নদীর তলদেশে অভিযান চালাচ্ছেন। সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

কাজ নেই, মজুরি ষোলো আনা

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই ডিডি রোজীর বদলি

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে