হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ কলেজশিক্ষার্থী নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার বিকেল ৫টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি ও চাপাইনবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন। যিনি আহত হয়েছেন তিনি হলেন, রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজ। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই কলেজে পড়ার সুবাদে আজ সোমবার সকালে উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে রাব্বির বাড়িতে বেড়াতে আসেন 
শামীম ও রাজ। বিকেলে এই তিন বন্ধু একটি মোটরসাইকেলে চেপে এলাকায় ঘুরতে বের হন। পথে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাব্বি ও শামীম হোসেন নিহত হন। গুরুতর আহত হন রাজ। তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ব্যস্ত রয়েছেন। পরে বিস্তারিত জানাবেন।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের