হোম > সারা দেশ > রাজশাহী

বৃদ্ধ কৃষককে পিটিয়ে কারাগারে বাগমারার ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার মামলায় রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহীর আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। 

ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে থানা হাজতেই রাখা হয়। পরদিন সকালে আদালতে তোলা হয়। আদালত তাঁকে কারাগারে নেওয়া নির্দেশ দেন। 

গত রোববার বাগমারার বিষ্ণুপুর গ্রামে শামসুদ্দিন প্রামাণিক (৬২) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। শামসুদ্দিনের জমির পাশেই ইউপি চেয়ারম্যানের ইটভাটা। সেই ভাটার জন্য শামসুদ্দিনের জমি থেকে জোর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। এতে বাধা দেওয়ায় চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা শামসুদ্দিনের ওপর হামলা করেন। পরে শামসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এ নিয়ে শামসুদ্দিনের ছেলে নাজমুল হাসান ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামসহ পাঁচ-ছয়জনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার