Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বৃদ্ধ কৃষককে পিটিয়ে কারাগারে বাগমারার ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃদ্ধ কৃষককে পিটিয়ে কারাগারে বাগমারার ইউপি চেয়ারম্যান

এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার মামলায় রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি এম সাফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকালে রাজশাহীর আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। 

ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে থানা হাজতেই রাখা হয়। পরদিন সকালে আদালতে তোলা হয়। আদালত তাঁকে কারাগারে নেওয়া নির্দেশ দেন। 

গত রোববার বাগমারার বিষ্ণুপুর গ্রামে শামসুদ্দিন প্রামাণিক (৬২) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। শামসুদ্দিনের জমির পাশেই ইউপি চেয়ারম্যানের ইটভাটা। সেই ভাটার জন্য শামসুদ্দিনের জমি থেকে জোর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। এতে বাধা দেওয়ায় চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা শামসুদ্দিনের ওপর হামলা করেন। পরে শামসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এ নিয়ে শামসুদ্দিনের ছেলে নাজমুল হাসান ইউপি চেয়ারম্যান সাফিকুল ইসলামসহ পাঁচ-ছয়জনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত