হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে উদ্বোধন করা হলো পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

পাখিপল্লির উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে পাখিপল্লি, পর্যটনকেন্দ্র ও মৎস্য অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনকেন্দ্র ঘিরে একদিকে যেমন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীর আগমন ঘটবে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই এলাকায় অর্থনীতির নতুন মাত্রা যোগ হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিল থেকে রতনডারা নামক খাল বের হয়ে বিলের দক্ষিণ অংশে রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল দিয়ে আত্রাই নদে মিলিত হয়েছে। এই রক্তদহ বিলে এবং খালে বছরের বেশির ভাগ সময়েই পানি থাকে। ফলে শীত মৌসুমে অতিথি পাখিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

এ ছাড়া বছরজুড়েই এই বিলে মাছ থাকে। কিন্তু সচেতনতার অভাবে এবং নজরদারি না থাকায় শিকারিদের কারণে পাখি ও মাছ নিধন হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী হাতিরপুলকে কেন্দ্র করে এবং রক্তদহ বিল দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা নৌকা ভ্রমণে আসেন এই এলাকায়।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, হাতিরপুল এলাকাটি পর্যটকদের আকর্ষণ করে। বর্ষা মৌসুমে রক্তদহ বিলের এই অঞ্চল যখন পানিতে ভরে যায়, তখন আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে নৌকা ভ্রমণের জন্য হাজারো পর্যটক আসেন। তাই দর্শনার্থীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় বিলের হাতিরপুল এলাকা পাখিপল্লি, মৎস্য অভয়াশ্রম ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের