হোম > সারা দেশ > সিলেট

বগুড়ার সান্তাহারে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আবদুর রহমানের ছেলে আল হোসেন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসেনের যমজ ভাই আল হাসান জানান, তাঁরা ৯ বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন। মেলা শেষে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় তাঁদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন মারা যান।

আল হাসান আরও বলেন, ‘আমরা সান্তাহারের পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি, সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।’

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তাঁরা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী একটি বাস ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল