Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ঈদের জামা কেনার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদের জামা কেনার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

মায়ের কাছ থেকে ঈদের নতুন জামা কেনার টাকা চেয়েছিল স্কুলছাত্র শরীফ শেখ (১৫)। মা কিছুদিন পর ঈদের কেনাকাটার কথা বলেছিলেন। এতেই অভিমান করে বসে ছেলেটি। এরপর শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। শরীফ শেখ সাতবাড়িয়া গ্রামের গ্রামের প্রবাসী মাসুদ মোল্লা ও রনজিদা খাতুনের ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রের মা রনজিদা খাতুন থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এতথ্য নিশ্চিত করে জানান, গত রোববার ঈদের কেনাকাটা করার জন্য শরীফ তার মায়ের কাছে টাকা চেয়েছিল। তার মা বলেছিলেন, ‘তোমার বাবা দু-এক দিনের মধ্যে মালয়েশিয়া থেকে টাকা পাঠালে ঈদের কেনাকাটা করব।’ এতেই ছেলেটা অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

শরীফ শেখের দাদি রনো বেগম বলেন, শরীফ ঈদের কেনাকাটার টাকা না পেয়ে একদিন আগে থেকেই না খেয়ে ছিল। সোমবার সন্ধ্যায় পাশের বাড়ির দরজার সামনে আমার নাতির স্যান্ডেল দেখতে পায় আরেক নাতি। এরপর ঘরে ঢুকে দেখে শরীফ গলায় ফাঁসি নিয়ে ঝুলে আছে। পরে ফাঁস খুলে দ্রুত এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম

রাজশাহীতে সাঁওতালপাড়ায় হামলার প্রতিবাদ