বগুড়া প্রতিনিধি
সদ্য ঘোষিত বগুড়া জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আবারও বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের আশ্বাসের প্রেক্ষিতে দুদিন আন্দোলন স্থগিত রাখার পর আজ সোমবার সন্ধ্যায় বিক্ষোভের মধ্য দিয়ে আবারও আন্দোলন শুরু করেন তাঁরা।
বিক্ষোভরত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৩০ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার পর ওই দিন রাত থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে ১০ নভেম্বর দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। পরদিন ১১ নভেম্বর নতুন কমিটির পরিচিতি সভা হয় আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মুজিব মঞ্চে। একইদিন দলীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতা-কর্মীদেরও প্রতিবাদ সভা হয়। পরে দুই দিনের মধ্যে আলোচনার মাধ্যমে কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের আশ্বাস দেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর পরিপ্রেক্ষিতে তখন আন্দোলন স্থগিত করা হয়। দুদিন পর আজ আবার সেই আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন।
এ নিয়ে জানতে চাইলে ওবায়দুল্লাহ সরকার স্বপন বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সব ইউনিটের অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক এই সমাবেশে উপস্থিত ছিলেন। সবাই আমাদের সঙ্গে একমত পোষণ করে ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।’
শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু বলেন, ‘৩০ সদস্যের জেলা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জটিলতা নিরসন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা বলেন, ‘এই জটিলতা নিরসনের জন্য জেলা কমিটির সভাপতির বাসায় আমরা বসেছিলাম। ছাত্রলীগের কমিটি নিয়ে আলোচনা হয়েছে। আরেকদিন বসতে হবে।’