হোম > সারা দেশ > নাটোর

শিশু ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার আসামির নাম আ. কুদ্দুস (৩৯)। ঘটনার প্রায় ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। গ্রেপ্তার কুদ্দুস উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুদ্দুস ২০০৬ সালের ২০ জুন দুপুরে আট বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর তিনি শিশুটিকে হত্যা করে পালিয়ে যান। পরে শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান। 

র‍্যাব জানায়, গতকাল সন্ধ্যায় কুদ্দুসকে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ঢাকার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে