হোম > সারা দেশ > পাবনা

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের নাম-সাদ্দাম ফকির (২৫) ও সবুজ শেখ (৩০)। 

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের সোনালি সৈকত এলাকায় ঘটনাটি ঘটে। আজ সোমবার সকালে গ্রেপ্তারদের পাবনা জেল হাজতে প্রেরণ হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। 

জানা গেছে, গ্রেপ্তার সাদ্দাম ফকিরের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এবং সবুজ শেখের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। অচেতন অটোরিকশা চালক আলামিনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে ফরিদপুর উপজেলার হাদল বাজার থেকে চারজন পুরুষ ও এক নারী যাত্রী নিয়ে ভেড়ামারা বাজারের উদ্দেশ্য রওনা দেন অটোরিকশা চালক আলামিন। পথিমধ্যে পারভাঙ্গুড়া ইউনিয়নের সোনালি সৈকত এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা যাত্রীরা অটোরিকশা চালককে কৌশলে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ান। এতে চালক জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় ঘটনাটি টের পেয়ে গ্রামবাসী এগিয়ে এসে ওই দুই যুবককে আটক করলেও বাকি তিনজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার দুই যুবক অজ্ঞান পার্টির সদস্য। বাকিদের ধরতে অভিযান চলানো হচ্ছে। সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের